Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

our obtains

        ১।ঐতিহ্যবাহী নীলফামারী  পিটিআই এ বিগত বছরগুলোতে ডিপিএড কোর্সের পাশের হার প্রায় শতভাগ এবং এর আওতাভূক্ত পরীক্ষণ বিদ্যালয়ের পাশের হার ১০০%।              ২।পিটিআইতে অত্যাধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা।

       ৩।সমগ্র পিটিআই ক্যাম্পাস ওয়াই-ফাই এর আওতাভুক্ত করা।

      ৪।সমগ্র পিটিআই ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত করা।

    ৫।ভিডিও কনফারেন্স কক্ষ স্থাপন করা।

   ৬।মাল্টিমিডিয়ার মাধ্যমে ডিপিএড প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।

  ৭।পিটিআই ক্যাম্পাসে দৃষ্টিনন্দন বাংলাদেশের মানচিত্র স্থাপন করা।

৮।স্কুল পরিদর্শন ও ডিপিএড মনিটরিং এর জন্য মাইক্রোবাস ও মটরসাইকেল সরকার কর্তৃক পাওয়া।